Sanjay Karmakar
osro
h
s
18
r
01

42
3
34m
2
1  ·
(শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি স্মরণে রেখে লেখা। উপরের বর্ণ ও সংখ্যাগুলি ও ধরণ আমার লেখা বা করা নয়। ফেসবুক গ্রুপ থেকে কপি করে এখানে পেষ্ট করতেই আপনা আপনি এমন হয়ে যায়।)


অকাল যখন, আঘাত হানে,
করাল তাহার ছায়
মানব তাহার, জীবন তাহার,
দীপ্তি নাহি রয়।


ক্ষুধার দেশে, সর্বনেশে,
অনল সম প্রাণ
সব ভেসে যায়, কিছুই না রয়,
দুর্দশার ওই বান।


অভাব যখন, আঘাত হানে,
অকাল এলে দেশে
অন্নহীনে, জীবন কঠোর,
কঠিন সর্বনেশে।


বিদ্রোহের ওই, অগ্নি শিখা,
গগন চুমে তার
লপ্ত শিখা, বহ্নি সে তার,
মানবতার হার।


অকাল এলে, সব ওই ফেলে,
ক্ষুধার ক্ষুরধারে
দেশ ও জনায়, কোণায় কোণায়,
জড়িয়ে তারে ধরে।