Sanjay Karmakar
  · orenSotpsdgs3128813u6wtlg74c43o3 c598n706991269altia5t2Jf6f6  ·


বা!! বোধহয় হলো বিয়ের বাসর বাজলো সানাই সুরে
এই তো জীবন শোন রে বুনু-চাস না পিছন ফিরে।
সুখের স্বপন কর রে বপন
ভ্রান্ত যাহা ভাববি না বোন,
তোর সুখে মোর খুশির খেয়া-পাল তুলে আজ দি রে।


এই তো মোতি ফুল ফুটেছে দাবদাহের শেষে
প্রাণের বিভায় ভাসলো গোকুল হীরক রাজার দেশে।
সুখ আর দুখ ভ্রান্ত সব-ই
চাইবি যেটা সেটাই পাবি,
কেউ কাঁদে এই আস্ত ধরায়, কেউ সুখে যায় ভেসে।


বিয়ে হতেই শুভ পথেই খেই ধরেছে খেয়া
জীবন রথে সঠিক পথে ফল ফলেছে মেওয়া।
ভ্রান্তি গেছে তালের গাছে
বিষন্নতাও পাছে পাছে,
পাল তুলে আজ ছুটছে তরী, বইছে খুশির খেয়া।