Sanjay Karmakar
Top Contributor
  ·   ·
উদাস বায়ু আকাশ তারা বাতায়নে নাই কো প্রাণ
যেই পানে চাই ব্রাত্য বৃথাই অন্বেষণে ব্যথার গান।
চাই তো ধরা এক আকাশের রক্ত পলাশ লালিমাতে
স্নিগ্ধ শীতল মলয় বাতাস এক হৃদয়ের আঙিনাতে।
হৃদ দরিয়া নাই মরিয়া আকাশ কুসুম ভ্রান্তিবিলাস
স্বপ্ন সৃজন অরূপ রতন আর মানবিক তার অভিলাষ।
নাই কো রোদন ব্যথার বীণে হিংসা দ্বেষের আঘাত তায়
এক আকাশের তারায় ভরা এক সাগরের সখ্যতায়।
কি চেয়েছি পেলাম কিবা হিংস্র করাল কলুষতাই
যেই পানে চাই ব্রাত্য বৃথায় আস্ফালন আর বন্যতাই।
তুর্ষ রণের বাজছে সদাই ভাইচারা নাই হৃদ মননে
বিরোধ এবং ডঙ্কা রণের অস্থিরতাই সকল প্রাণে।।
আর মেদিনী কাঁপছে গরল বিস্ফোরণ আর বোমার ঘাতে
আজ রাশিয়া কাল সে ইরান ফিলিস্তিনের হর এক প্রাতে।।
মায়ানমারের রক্ত নদীর-প্রহার তার ওই মানবতার
দিব্য সুকি শান্তি স্বরূপ-কু-রূপ সে তার দানবতার।।
ফ্যাসিবাদের আগ্রাসনে নাই ধরণী শীতল আর
এক পৃথিবী আকাশ উঁচু আর এক খাদেই পতন তার।
কাঁদছে শিশু কাঁদছে মাতা কাঁন্না তার ঐ বাতাস ভারি
হও রে জোয়ান হও আগুয়ান ঝঞ্ঝা সাগর দিতেই পাড়ি।।
কি আর হবে বিত্ত বিষয় ধন কিবা দেশ আগ্রাসনে
এই পৃথিবী শাসক শ্রেণী নাই কি সে জ্ঞান হৃদ মননে??
আজ আছে যা লুপ্ত কাল ই-কি পাবে রণ তুর্ষ নাদে
কেনই দাদা পাশ্চাত্যের ওই-দেশকে ফেলাও গরল ফাঁদে।।
জাগবে যে দিন বিশ্ব জনায় আজ ই শুনি নিনাদ তার
আসছে ধেয়ে সে পণ প্রাণে দেখছি তোমার বিনাশতার।