কিরম হলো!! ক তো হরি-কবি এমুন কইসে ক্যান
সকাল সকাল মুখ না ধুয়েই দ্যাখ তো ক্যামন ধরসে গান!!
কর না হলি রাজ্যি চলে!!
দ্যাসের ভালায় দাম বাড়ালে,
আর চাঁড়ালে চক্ষু লাগায়-আম জনতার ভরসে কান!!


কইলাম তো পায়েস খাবো-ভাত না পালি ক্ষতি কি!!
ক্ষীর ননী কি খারাপ নাকি-তেল না পালি রাঁধবে ঘি।
চাঁদের প্রীতি কেনেই ভীতি!!
বাঁধবো ডেরা মঙ্গলিতি,
বুঁঝবো গেঁয়ো গারল কবি-আমরা উন্নতিতে আকাশ সাধি।


যাদুর পরশ


আলাদীনের প্রদীপ লাগি কবির করে বন্দনা
ক তো হরি কর্ম এমুন এক্কেরে ভাই মন্দ না।
যাদুর পরশ চাইছে কবি
সে কাম কি আর সফল হবি!!
চিন্তা কিছুই নাই গো মোদের সে পথ কভূই চলবো না।


তেমন পরশ নাই তো ধরায় আলাদীনের প্রদীপ নাড়ায়
হতাশ কবির কন্ঠ রে ভাই; জেনেশুনেই এ পথ মাড়ায়!!
কইসে যা সব নিজেই জানে
যাদুর পরশ নাই কো বিনে!!
খোল রে ঝাঁপি ঝাঁপায় পড়ি; কপট রাজের দোর গোড়ায়।