Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Mct0marc63p8h i182 5as2ot r6:07 PdM  ·
যুগল ছড়া কবিতা, "কবি"
"শ.ম. শহীদ"


তেলের কথা বাদ যদি দাও
অন্য কথাও ছাড়ো
তেল ছাড়া কি গাড়ি চলে?
বাড়ি চলে করো?


তেলা মাথায় তেল মাখতে
সবাই ছুটে আসে,
তেল নাই যার মন্দ কপাল
কেউ থাকে না পাশে।


তেলেই জীবন তেলতেলে হয়
মান্যি করে সবে,
এই জীবনে তেল-মহিমার
জ্ঞানটা রাখো তবে।


তেলেই সারো দরকারী কাজ
সরকারী কাজ সবই।
সর্বপরি তেলের জোরেই
হও ছড়াকার, কবি!!


"সঞ্জয় কর্মকার"


তেল দিলে সব নিয়ম কানুন
রম্ভা যে হয় কলা
আসর বলো বাসর সবই
উল্টা চোখের খেলা।


কবির সে তেল বিজ্ঞ অতি
মূল্য তার ওই উঁচা
তেলের জেরে মোড়ল সে তায়
বিষ্ঠা  ছড়ায় পচা।


তেলের জেরেই চলছে সব ওই
চলছে লেখক  কবি
ছলকে চলে পঙ্কে গভীর
আঁকছে শ ম ছবি।


তেল মহিমা তার গরিমা
ছিলছিলে হয় অতি
বুনোট তার ঐ জালের চাদর
ভ্রষ্টাচারেই প্রীতি।