"হায় হায় প্রাণ যায়"


হায় হায় প্রাণ যায় দূর দেশে পালিয়ে
বাতায়নে প্রাণ বায়ু গেল আজি ফুরিয়ে।
ফুল নাই ঘ্রাণ তার
কেন পাই বার বার,
দাও ওগো ঈশ্বর-দাও তারে ফিরিয়ে।


'কপাল পোড়া কানু"


ধনীর ধনে দৃষ্টি কেনেই কপাল পোড়া কানু
লাট বহরে বপুর বাহার চিকচিকানি তনু।
কর্ম যেমন ঘর্ম তেমন
কর্ম বিনে হয় গো বামন,
বুদ্ধি বিনে হয় গো দীনে যেমন চলে হনু।


"আবার শুরু করলে গুরু"


আবার শুরু করলে গুরু লতা পাতার খেল
বেড়ে মাথায় ঘুরতে গেলে যেথায় পড়ে বেল!!
ভাবছি জবাই করবো কিনা!!
সুর বাহারে বাজায় বীণা,
তানিক ভেবে কও তো কানু পারলে দিও মেল।


"আর্তনাদে শ ম কাঁদে"


আর্তনাদে শ ম কাঁদে স্বার্থবাজের খেলা
খুন জখম আর রাহাজানি নিত্য রে দুই বেলা।
বনবনিয়ে ছুটিয়ে ঘোড়া
তাদের করে জবর তাড়া,
আর মেদিনী কানাকানি পারবে কী সে দিতেই প্যালা।


"সয়ে নেয়"


ভেসে যায় ঘর বার বান এলে নদ তায়
ফের তারা বাঁধে ঘর নদী তার পথটায়।
ভাঙা গড়া পারে তারা
নাহি কভূ দিশেহারা,
সয়ে নেয় শত দুখ-ঝড় আর ঝাপটার।