ত্রিপুরা আগরতলাতে পরপর দুই দিন দুইটি কবিতা লিখেছিলাম। একটি সেখানে পৌঁছবার পর আর একটি পরদিন অনুষ্ঠান শেষে হটেলে ফিরে আসবার পর। সেটাই আজ প্রকাশ দিলাম।


প্রথমটি,  "দ্বারকার দ্বার"


আজ মোরা ত্রিপুরায়, কবিতায়
কাব্যের প্রীতি ঝরা মুখরিত সন্ধ্যায়।
পুষ্পিত কাননেতে কলি আজি শত ফুটে
বাগ তারি গুলশানে কথা আর কবিতায়।


চাঁদ তারা সিতারায় হৃদ তারা আলো দেয়
দ্বারকার দ্বারে মোরা আজ মোরা ত্রিপুরায়।


মিলনের মালা গাথি এইপার ওই পার
কাটাতার বেড়া ভেঙে মানবতা জয় তার।
বিপন্ন ধরা মাঝে একতার সুর বাজে
তারি সুরে মাতি মন-জয় হোক কবিতার।


আজ মোরা ত্রিপুরায়, কবিতায়
কাব্যের প্রীতি ঝরা মুখরিত সন্ধ্যায়।


দ্বিতীয়টি, "কৃষ্ণচূড়ায় মনটি মাতায়"


কৃষ্ণচূড়ায় মনটি মাতায়
লাল লালিমায় তার
ধ্বজা আজি নিশান তার ঐ
জয় আজ কবিতার।
এ পার ভূমি ও পার তার ওই
কাটাতারের ধার
দুই বাংলা ভুবন মাতে
হার হলো আজ তার।


আঁখির পাতে স্বপ্ন ছিল
সত্যি আজি হলো
এমন বাসর সোনার সে ক্ষণ-
কোথায় পাব বলো।
তারার দেশে অনেক ভেসে
সাগর দিলাম পাড়ি
ধন্য এ ভূম সোনার তরী
বক্ষে আমার ধরি।


আর পারাবার নাই হারাবার
সব পেয়েছির দেশে
হিংসা ও দ্বেষ, কলুষতা-
সে পাপ তারি নাশে।
নৈতিকতায় এ মন মাতায়
বরাক তার ওই সীমা
দীঘল তার ওই ব্যাপ্ত ছায়ে
ধন্য ভারত মা।