Sanjay Karmakar
F7etbrutargy193 417 apt8 8i5i:ons13 P8fMr6e00gd  ·
সিদ্ধি চাও শিবের গাজন গাঁজার করো চাষ
সেই গাঁজাতে ছিলিম ভরে খাও গো বারো মাস।
বুঁদ হয়ে ভাই দিন আর রাত
বকবে হরেক রকম বাত,
এক বছরে হাতে নাতেই- ধরবে বোয়াল মাছ।


Sanjay Karmakar
tFebrhuaSry 1m0m69 atgp 55:on52o2e dPmlM  ·
শাড়ি কাপড় অঙ্গ ঢাকা ঢাকায় কী আর চলে!
যারা এ সব পড়ে তাদের, গেঁয়োই সবাই বলে।
কাম যদি না জাগলো মনে
রইলো কী সুর মাদল গানে,
বস্ত্র আজি হস্ত খানিক- ফ্যাসন এর ওই কলে।


Sanjay Karmakar
0Fute4bl2flru1cary0 17p a6t 91:s4o7 rAM  ·
অ রে করলি কী তুই লোভের বশে বাপকে দিলি তাপ
যা কিছু ধন সবই রে তার করবে কী আর মাফ!!
মর গা গাধা
মস্ত ধাঁধা,
জরা ব্যাধি মৃত্যু রে সব- তার ওই অভিশাপ।


Sanjay Karmakar
1Fe2bruairypu9io 16 ats 584o:43t dPM  ·
ভগ্নাংশ তার অংশ জাবর কাটার ক্ষণ
সুখ আর দুখ সে গীত তাহার গুপ্ত আরাধন।
দীপ্তি কভু ঝর্ণা ধারায়
কোথাও বিষাদ মনটি হারায়,
স্বপ্নে বিভোর হয় গো কভু-আকাশ ছোঁবার পণ।


Sanjay Karmakar
tFebrhuaSry 1m0m69 atgp 55:on53o6e dPmlM  ·
মধ্যবিত্ত করে নিত্য নৃত্যই তার দায়
কে আর বোঝে দুঃখ তাদের ধনী সম্প্রদায়।
বুক ফেটে যায় মুখ ফাটে না
ধনের ঘরে আঁধার তমা,
অনেক ব্যথা তাদের গাথা- সাধতে পরাণ হায়!


Sanjay Karmakar
tFebrhuaSry 1m0m69 atgp 55:on51o4e dPmlM  ·
কী আর দেব দেবার কিছু আছেই নাকি বাকি
মন আর হৃদয় কবেই দিলাম দিচ্ছ শুধুই ফাঁকি।
পারলে এবার জানটি দিব
যা কিছু তার হিসাব নিব,
ধন মন তন তোমায় দিলাম-সব ওই তোমার মেকি!!


Sanjay Karmakar
F1ebalruatry4 163 atpt6 4ln:s42 PMlm  ·
গ্রহণযোগ্যতা! খরা লাগে তায় ভীষণ অতি কলঙ্কের ওই বান
চোরের প্রীতি রাতের আঁধার নয় কো মরুদ্যান।
ভোটের আগে দু হাত জোড়ে
দাবার সে চাল বোরের ঘরে,
জিতলে সে মন ধন আরাধন- ভুলেই সব ওই যান; প্রতিশ্রুতির বান।


Sanjay Karmakar
hFt1tebS7ru1airi1y 16mp aontg 4:o2f2 uP8Md  ·
কর্ম যেমন ফল ও তেমন মানুষ নামের জাতি
সব ভুলে খায় প্রেমের কথা শুধুই বজ্জাতি।
ইবলিসের ওই বংশজাতো
বাঘনখ তার ধারের মতো,
শোভন সে নয় অশ্লীলতা-ভ্রষ্টাচারেই প্রীতি।