মা মহান তার অবদান
ভুলিবার নহে কভু
রেখো হে নিখিল বিশ্ব জনায়
হৃদ সাগরের কোণায় কোণায়,
প্রাণের আলোয় ভরিয়ে ভুবন
মা-ই পরম প্রভু।


তবু ঝড় তুফানে জায়ার গানে
ভুবন হারা হলে
দূর হতে হয় বৈতরণী
নৈতিকতার রণে-


পদ-স্খলনে তার লেহনে
আকাশ যদি ভাঙে
জানবে ধরায় মা-ওই পরম
নাই কো ভাটা গাঙে।


প্রেমের জোয়ার বইছে সেথায়
নয়কো কভু দীন
দেব দেবাদী তুচ্ছ সবই
মা-এর কায়ে লীন।


মা মহান তার অবদান
ভুলিবার নহে কভু
রেখো হে নিখিল বিশ্ব জনায়
হৃদ সাগরের কোণায় কোণায়,
প্রাণের আলোয় ভরিয়ে ভুবন
মা-ই পরম প্রভু।