মা কবিতায় যত মন্তব্য দিয়েছি আজ সব যোগ করে আমার "মা :-


মা আমার পাখির চোখে-মা আমার তোমায় দেখে-
               স্বর্গসুখের অমোঘ বাণী-
                স্বর্ণবীণা সেই কাহিনী-


অপার প্রেমের ফল্গুধারায়-হৃদয়বীণার সেই ঈশারায়-
                 অমৃত জীব কাহিনী।


      মা আমার হৃদয়নীলে-স্বপ্নডানা পাখা মিলে-
                  মা আমার স্বপ্ননীলে-
                     গহন অন্তরে।


          মা আমার শুদ্ধশুচি-মা আমার মনের রুচি-
                    অন্তর-ভাবনাতে-


       মা আমার পথের দিশা-জীবন যখন তমানীশা-
                   ঘোর কালিতে লিপ্ত-


          মা তব দানের বুলি-আগে পথ পায়ে চলি-
                     আলোপথ প্রদীপ্ত।


             মা মানে অমৃত-মা মানে প্রেমধারা-
                     মা শিক্ষা মা দীক্ষা-
                          মা বসুন্ধরা।


মা মণি মা রত্ন মা গর্ভধারিনী- মা দয়া মা মায়া-মা স্নেহময়ী-
               মা মাটি মা খাঁটি - সৃস্টিদায়িনী –
                    মহান এ ধরাধামে-
                       মা করুনাময়ী।


        মা মহিমা অপার-পারাবার-সীমা নাই সীমা নাই-
                    সীমা নাই-বাঁধিবার।


        সমাহিত প্রাণে-যদি অঙ্গানে-করে থাকি কিছু ভূল-
               ক্ষমা দাও ক্ষমা দাও ক্ষমা দাও -
                   নাহি কিছু মাগিবার আর-


                    মা। মা।মা। তুমি উপমা।
                  প্রনমি তোমায় জন্মদায়িনী-
                          তুমি অণুপমা।