Sanjay Karmakar
ntredopm 1e caa60dlytMs0uAa9rY4 t8u:43e6  ·
"মামদো ভূতের ছাও"


ঝড় আর জলে, মরলে বলে, মামদো ভূতের ছায়,  
পিচাশ  কী বা ব্রহ্মদত্তি, শাঁকচুন্নি;  পেত্নী হয়।
শাখের করাত সত্য ক'লে,
মরতে হবেই ও মা বলে,
সেই তো কারণ, কেউ কী ভয়ে, সত্য কথা কয়??


Sanjay Karmakar
espaA  1cagc0a1 M1fa ta156:7yM  ·
"কলো কলো"


আমি নাই, ভাবি নাই, কোন কালে ছিনু বলো,
গাল ভরা কথা নিয়ে, করো কেনো কলো কলো।
কদ্দিন আমি থাকা,
ঘাটে গেলে সবই ফাঁকা,
সবই রয়, পড়ে পিছে, ফোটে ফুল, হয় ফল ও।


Sanjay Karmakar
nrd686aay:24l 01tm9 c 03M7 MA3  ·
"তাক ধিনা ধিন"


সবার দিন!! তাক ধিনা ধিন, তাই কী আবার হয়?
আজকে ধরা, আজব করা, হিংসায় হয় ক্ষয়।।
এক পুঁতিনেই,কাঁদছে মাতা
প্রেম আর প্রীতি, ছেঁড়া কাঁথা,
ভাবছি সেদিন, সন্নিকটেই, যেদিন ধরার লয়।


Sanjay Karmakar
nrd686aay:12l 01tm9 c 03M7 MA3  ·
"চক্ষু বুঁজে"


কোন সাগরে ডুবলো সে ধন, নাও গেছে গো ডুবে!!
এমন কিছু, নাই কো ধরায়, পাই না আমি খুঁজে,
মন তো আমার সাগর ধরা
যা কিছু সব মানিক ভরা,
পলক ঝপক, হতেই সে ধন, আনবো চক্ষু বুঁজে।