Sanjay Karmakar
1 hr  ·


চাই নে দয়া দান কী বা আর, করুণার ওই বান
শক্তি মোদের শিরায় শিরায় উছল মোদের প্রাণ।
দৃষ্টি বিহীন নাই কো আঁখি; স্পর্শে সবই দেখি
ব্রেইলি মোদের শিক্ষা সদন, হাত দিয়ে সব শিখি।
নাই বা র'লো সুস্থ সবল, অঙ্গ হীন ওই বা
চলতে গেলে কষ্ট অনেক হাত কী বা হয় পা।
ঐশী মোদের হৃদয় কমল রই না পিছে পড়ে
দিব্য বিভায় সব ওই করি, নেই যে মোদের গড়ে।
তোমরা যারা সুস্থ সবল, সব ওই তোমার আছে
মমতার ওই ছাতার তলায়, রাখবে আগে পাছে।
এই টুকুন ই আর্জি মোদের মানব সম্প্রদায়
জানবে ধরায় জন্মে সবল, মানবতার দায়।


"সহমর্মিতার সংবেদন"