মানুষ আজি বদলে গেছে দিন বদলের দিন গলে
হিংসা ও দ্বেষ দ্বন্দ্ব ছড়ায়-আজ নিনাদে পল আর পলে।
জিঘাংসাতে পূর্ণ হৃদয় ছন্নছাড়া দল আর দলে
মানুষ আজি বদলে গেছে দিন বদলের দিন গলে।
অন্তঃকরণ শুদ্ধ নহে চলছে তারা ছল আর বলে
ধ্বংস পানে চলছে তারা সদলবলে ভেড়ার পালে।
মানুষ আজি বদলে গেছে দিন বদলের দিন গলে
হিংসা ও দ্বেষ দ্বন্দ্ব ছড়ায়-আজ নিনাদে পল আর পলে।
আর্তনাদে কাঁদছে ধরা আর পৃথিবী রণের দ্বারে
মারছে শিশু মারছে মাতায় মারছে জনে অহংকারে।
দিক বিদিকে অশ্রু ঝরা কান্না করুণ বইছে ঢল
নাই করুণা নাই রে প্রীতি বইছে নদী রুধির লাল।
শিউড়ে উঠি যে দিক দেখি হিংস্র ক্রূর করাল ছায়া
প্রলয় উঠে হৃদ মাঝারে প্রশ্ন জাগে অনেক ভায়া।
এই কি মানুষ মান আর হুঁশ এই কি মানুষ জাতির মান!!
শিখর ছোঁয়া শ্রেষ্ঠ তারা পশুর অধিক হিংস্র রণ!!!
মুষড়ে পড়ি হৃদয় জুরি হৃদ সাগরে তুফান তোলে
মানুষ আজি বদলে গেছে দিন বদলের দিন গলে
হিংসা ও দ্বেষ দ্বন্দ্ব ছড়ায়-আজ নিনাদে পল আর পলে।