"সত্য পশু"


পুরুষ কিছু সত্য পশু আচার বিচরণ
কীট সম মান মোল গো তাদের; তাহার বিবরণ।
পুরুষ জাতির লজ্জা তারা
নষ্ট মতি বিবেক হরা,
নারী তুমি চন্ডী রূপে; দাও গো আজি রণ।


"হিয়ার প্রাণ"


ঝড় কি বাদল ঘূর্ণি প্রবল সব ওই তাহার দান
জীবন যেমন কান্না হাসি তাহার উপাদান।
দুখের সাগর হয় তো নোনা
কিন্তু জীবন হয় গো সোনা,
ঝড় বাদলে ভয় কোরো না-হিয়ার সে তো প্রাণ।


"আজ বাঙালি"


আজ বাঙালি ফ্যাশন দুরস্ত-মুখ ই তাদের সার
হাট বাজারে নিত্য দিন ই দেয় গো উপহার-
ভ্রষ্টাচারে ডুবছে তরী
হিংসা ও দ্বেষ বলিহারি,
আশায় থাকি উঠবে জেগে করবে সাগর পার।


"বাঁচলেও কি মরলেও কি"


বাঁচলেও কি মরলেও কি!! থামবে কি আর স্রোত
কালের গতি স্থবির কি আর জড়িয়ে ওতপ্রোত।
ডাক যবে তার আসবে যাবো
চাইলে কি আর মরণ পাবো!!
তার চেয়ে বরং ভরং ধরি- গুনতে চলি নোট!!