নব শুভ বরষেতে/ নব নব আশ্বাসে/মন ভরি,
ভ্রান্তির অবসানে আজি শুভ রবি করে-
শপথের ডালা মেলে/ উচ্ছ্বাসে মন মিলে/পণ করি।
বিদ্বেষ বিভেদতা-বিলাসিতা কত-কথা
ছুড়ে ফেলে মন হতে/ভালোবাসা প্রেমে মেতে-
দুদিনের মেদিনীতে/মৌতাতে সুবাসেতে/প্রাণ ভরি।
ভারি যারা করে তারা/ কেড়ে নেয় মনোহরা/
দানবতা বীজ বুনে-মেতে রয় সদা রণে-
সৌম্যের আহরণে/ আজি নব শুভ দিনে-পণ করি।
নব শুভ বরষেতে/ নব নব আশ্বাসে/মন ভরি,
ভ্রান্তির অবসানে আজি শুভ রবি করে-
শপথের ডালা মেলে/ উচ্ছ্বাসে মন মিলে/পণ করি।
যারা প্রাণ পথ হারা-পথে পথে রয় যারা,
উলঙ্গ পৃথিবীতে কিছু প্রাণ ভরে দিতে
প্রেম দিতে প্রেম নিতে/অসহায় অবনীতে-পণ করি
সৌম্যের আহরণে/ আজি নব শুভ দিনে-পণ করি।