Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
htS17n2ac fh0hrlscfhd  ·
স্বর্গ


ঈশ্বর থাক তাহার স্থানে নাই বা দেখুক চোখে
মানুষ আমি মান আর হুঁশ রাখবো সদাই বুকে।
দৃষ্টি সরল ভাবনা আঁখি মানবতাই বল
মানুষ হয়েই সাধবো জীবন না থাক খুড়োর কল।
কোন সে প্রদেশ কোথায় ছিলাম যাবই কোথায় কাল
মরণ যেদিন হানবে আঘাত লুপ্ত সকল বল।
হিংসা দ্বেষের জীবন শেষে কী আর সাথে যাবে
প্রেম দিয়ে গড় গড়লে জীবন স্বর্গ হেথায় ভবে।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
M8arch 79 ant4 c283:ao7528rm377 PMd  ·
আব্রু


গীতা হারু বন্ধু স্বজন রোজ ই মাঠে প্রেম
কাপড় গীতার আধেক মানের দৃষ্টিগোচর হেম।
হেমের পরশ স্নিগ্ধ মধুর নগ্নতার ওই দেশে
আব্রু তার ঐ ছিনলো হারু, সে দেশ সে সাঁজ মেতে।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Mi9m5ag9rch 6p 7ogatl 5:231 dPM  ·
নামাবলী


কত মরে প্রেম করে অকালেতে শত কলি
প্রেম আজি প্রেম নয়; জেনো আজি চোরা গলি।
ফেসবুক ঝড় তোলে আঙিনাতে নয়নের
ফেঁসে গিয়ে তারি কোলে কত শত তনয়ের।
কাম রতি গতি তার লাগামের নাই শেষ
পাল তুলে নাও চলে- খাদ মিলে অবশেষ।
এক নয় দুই নয় পাঁচ ছয় সাত আট
হাত ঘুরে একে একে ডেটিং এ তে কাটে রাত।
বিকিকিনি আজি প্রেম চোরা গলি বাঁকা পথে
ভেসে যায় উড়ে যায় নিত্য গো মাঠে ঘাটে।
ভ্রমরের গুঞ্জন অলি ছোটে প্রেম রণ, ভালোবাসা নামাবলী
প্রেম আজি প্রেম নয়; জেনো আজি চোরা গলি।