Sanjay Karmakar
h1426lluc h8fros1r9e  ·


নারী তুমি মায়ের জাতি আত্মায় রও জেগে
নারী তুমি সৃষ্টি আদি শত ধায় শত বেগে।
নারী তুমি মা কখনো ভগ্নী কিবা জায়া
নারী তুমি রূপের আধার দিব্য তোমার দয়া।
নারী তুমি রূপকথার ওই চাঁদের দেশেই রও
নারী তুমি মায়ার আধার মায়ের জাতের হও।
নারী তুমি অরি নয় মন, শিউলি টগর বেলী
নারী তুমি ধ্বংসের গান দুর্গা মেনেই চলি।


মহাকালী রূপ চন্ডী তুমি, উগ্র তোমার ক্রোধের সন
নারী তুমি ধ্বজা তোমার উন্মেষে গাও নিধন গান।


নারী তুমি নও অবলা অস্ত্র হাতে শতেক তব
নারী তুমি শক্তি আধার করি তোমার স্তুতি ও স্তব ও।
নারী তুমি প্রেমের দিশা বিশ্ব তোমায় রয় জেগে
নারী তুমি শবনম হও স্নিগ্ধ তোমার অঙ্গ ভাজে।


তোমায় নারী কলির কলি বিবেক বোধের কেনই বলি!
আজ আধুনা স্বল্প বেশে আব্রু কেনই বিকিয়ে দিলি?


কারো কারো পাঠ করতে অসুবিধা হচ্ছে বলে লেখাটি কী ভাবে পাঠ করলে ভাল শোনাবে নিচে দিলামঃ-


নারী তুমি মায়ের জাতি, আত্মায় রও জেগে
নারী তুমি সৃষ্টি আদি, শত ধায় শত বেগে।
নারী তুমি মা কখনো; ভগ্নী কিবা জায়া
নারী তুমি রূপের আধার, দিব্য তোমার দয়া।
নারী তুমি রূপকথার ওই; চাঁদের দেশেই রও
নারী তুমি মায়ার আধার-মায়ের জাতের হও।
নারী তুমি অরি নয় মন, শিউলি টগর বেলী
নারী তুমি ধ্বংসের গান; দুর্গা মেনেই চলি।


মহাকালী রূপ চন্ডী তুমি, উগ্র তোমার ক্রোধের সন
নারী তুমি ধ্বজা তোমার, উন্মেষে গাও নিধন গান।


নারী তুমি নও অবলা, অস্ত্র হাতে শতেক তব
নারী তুমি শক্তি আধার, করি তোমার স্তুতি ও স্তব ও।
নারী তুমি প্রেমের দিশা, বিশ্ব তোমায় রয় জেগে
নারী তুমি শবনম হও; স্নিগ্ধ তোমার অঙ্গ ভাজে।


তোমায় নারী কলির কলি; বিবেক বোধের কেনই বলি!
আজ আধুনা স্বল্প বেশে,আব্রু কেনই বিকিয়ে দিলি?