Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
u9iSMacrcsh 25 aot 624:l57 PM  ·
"নাৎসি নিনাদ"


নাৎসি নিনাদ ঢঙ্কা বাজে শঙ্কা জাগে প্রাণ
কী আর করা ঘাটের মরা উলট ধরি গান।
কইলে বাপু রক্ষে আছে কও তো দেখি বাপ
ছোবল দিতে আসবে ছুটে, হায়না কী বা সাপ।
সপ্তপদী আর ধ্রুপদি,  নৃত্য হবে শুরু
চামড়া খুলে দামড়া বানায় ছাড়বে বলি গুরু।
বাঁচলে নিজে বাপের নাম এই নীতিটাই ভালা
পুড়লে পুড়ুক মরলে মরুক, তাই তো এমন চলা।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
F3e7b1fru6poharytsc 1r0e64t5d7  ·
"তালের বড়া"


হায় রে কপাল পাওনি তা'লে তালের বড়ার স্বাদ
কোথায় পাবে কেউ কী পাবে; সবেই তো রয় খাদ।
গোলাপ গোলাপ হয় নি খেলা
তারে নিয়ে হয় নি দোলা,
জীবন গেলো ভোগের পায়েশ-এক্কেরে বরবাদ।