"প্রতিশ্রুতি"


বদ্ধ দ্বারে নাইকো আলো-নাই কো রবির দ্যুতি
দিলাম খুলে আজ ওই সে দ্বার-খোলার প্রতিশ্রুতি।
জগৎ সভার তার ওই হবার
মান আর হুঁশে মানব সেবার,
অঙ্গীকারে আজ আঁধারে-দৃষ্টি তার ওই প্রীতি।


"নেতার নাক"


চর্ম নেতার বর্ম যেন চতুর তার ঐ বাক
বিদেশ ভূ-এ গাইতে ফেরেন বাজান জয়ের ডাক।
প্যাক প্যাকানির মধুর ধ্বনি
শুধলো কবি জন্ম ঋণ-ই,
চিত্র আসল দেখায় কবি কাটলো নেতার নাক।


"বিড়াল তপস্বী"


বিড়াল তপস্বী কইসে কবি ন্যাতা দাদা তারা হন
মন্ত্র ফুঁকে ভাষণ করি তারাই গণ্য মান্যি রন।
যুগ হোতি যুগ এমুনতরাই
জল দিয়ে মাছ ভাজছে কড়াই,
আর জনতা বঁড়শি গলে-নিত্য করে জীবন রণ!!


"রুদ্ধ কারা"


মা যে অমল- তার বিহনে কান্না ঝরা, দিন গো ধরা
রাত্র দিবা তার ওই স্মরণ তার স্মৃতিতেই হৃদয় হারা।
মা যে মহান তার ঐ জীবন
প্রেম আর স্নেহের বইতো প্লাবন,
আজ একেলা কাটছে বেলা-জীবন যেমন রুদ্ধ কারা!!