প্রত্যয়েতে সে পণ মেতে
আগুয়ান হয় নীরা
পিছে পড়ে রয় বেদনা তাহার
প্রেম হারাবার পীড়া।
এক হতে দুই দশের সেবায়
নিবেদনে তার প্রাণ
দিনে দিনে তার সেই বারতার
হতে রয় উত্থান।


অগ্রগতির তার আরতির
ভারতীর প্রেম প্রীতি
দিকে দিকে ধায় প্রণয় তাহার
গাহিত তাহার গীতি।


সর্বহারার তার সাহারার
নিশান তাহার উড়ে
দেশ বাসী রয় পলক বিহীন
হৃদয়েতে তারে ধরে।
প্রেম পারাবার সব হারাবার
বেদনা আজিকে লীন
দিকে দিকে আজি ধ্বজা তাহার
নীরা তারি উড্ডীন।


নীরা তারি বেশ দরবেশ
দয়ার সাগর তিনি
প্রেম হারা জন করে প্রেমদান
প্রেম করে বিকিকিনি।


যারা প্রথম ও দ্বিতীয় পর্ব পাঠ করেননি তারা  দেখে নিতে পারেনঃ-


নীরা
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি


বিরহজ্বালায় জ্বলছে হিয়া
এ মন মদিরায়
এক সাগরের দুঃখ বুকে
হৃদয় তমসায়।
না পাওয়ার ওই ব্যথায় ভরা
তপ্ত মরু নাই সাহারা,
আঁধার ছায়ে দহন তাহে
দিকহারা আজ
নায়।


আর সারথী প্রেমের সাথী
সে পথ গেছে চলে
বজ্রাঘাতে নীরার বুকে
ছলকে অবহেলে,
উঠলো তুফান মনের মাঝি
ঘূর্ণি সে বায় প্রলয় রাজি,
পরাণ আজি নাই রে নীরা
তাহার আকাশ
নীলে।


সন্তাপেতে সাগর মাতে
মরুত বায়ু ক্ষিতি
বিলোপ তারি শপথ গাথায়
নীরার প্রেমের
গীতি।


পলকহারা পথিক বাউল
স্তব্ধ তাহার গান
পঙ্খী সকল চঞ্চু বিহীন
ধূসর আসমান।
জলদ বায়ে ভরলো আকাশ
অঝোর ধারায় ঝরে,
নীরার দুখের ব্যথায় কাতর
ক্লিষ্ট কলেবরে।


সুপ্ত কলি উঠলো জেগে
মলিন হলো দল
মুখরতায় জাগলো সে গাঁ
উঠলো কলরোল।


স্ফটিক কালো নীরার দ্যুতি
জাগলো দ্যোতনায়
বর্ণ কি তার হারলো আজি
প্রেমের আঙিনায়!!


আঁখির কালি কাজল তারি
স্নিগ্ধ তার ওই রূপে
কঠিন তারি দৃষ্টি হলো
ধরণীর ঐ পাপে।


শপথ তারি হৃদয় দোরে
কপোল ক্রোধে লাল
আঁখির বারি ঘুচলো পণে
বোধদয়ের কাল।


উঠলো জেগে সুপ্তি তারি
গুপ্ত ছিল বোধে
নিরোধ নাহি ক্রোধ সে তমা
জাগলো প্রতিশোধে।
পণ্য সে নয় প্রমাণ তারি
এক আকাশের পণ
জানবে ধরা দিতেই তারি
লড়াই আমরণ।