নীতির বালাই বোধের ঘরে শিয়াল নাচে বাসর তার
বঙ্গ তাহার অঙ্গে কালি অহম সে তার অলঙ্কার।
জয় মা কালি জলাঞ্জলি
জাগলো চরা জমলো পলি,
হুক্কা হুয়া রব উঠেছে; বোধ আর হুঁশ মানলো হার।


চলছে বাসর বাজছে কাশর নিনাদ সে তার সর্বনাশা
জুয়ার চুরি ভুঁড়ি ভুঁড়ি চলছে খেলা কুটিল পাশা।
খেলাপ বলে মন্দজনে
শোন রে ভায়া কানে কানে,
সাদায় কালোয় আজ হলো লয়; পতন যে আজ ডুবলো আশা।  


বাজছে সানাই অস্ত-রাগে করুণ সুরের মূর্ছনাতে
ফন্দি তার ওই দহন জ্বালায় জ্বলছে সমূল জ্বলছে তাতে।
কলম আজি রুধির ঝরা
যেমন সে পিক কন্ঠ হারা,
শৃঙ্খলের ওই বেড়ার সে জাল, টুটলো বাঁধন সেই আঘাতে।


দেবালয়ে মুদলো বাতি দেবতার ওই প্রাঙ্গণেতে
মুদলো আঁখি শোকের বাদল অক্ষিকোটর ভরলো তাতে।
সত্য সে মিথ মিথ্যে হলো
সে তার জ্যোতি হারিয়ে আলো,
কবির সে কূল দেবের আলয়; কলঙ্কের ওই ঘোর তমাতে।।


উঠলো সে ভূম থরথরিয়ে; থরথরিয়ে উঠলো কেঁপে
ফস্কা গেঁড়ো ছিড়লো বাঁধন আজ সে দুয়ার নিক্তি মেপে।
হারিয়ে মানিক মুক্তো হীরে
শস্ত্র হারা আজ সে বীরে,
সেতার তাহার টুটলো সে তার; বিজলি আঁধির উগ্র তপে।