নমঃ নমঃ নমঃ জননী হে মোর ভারত আমার মাতা
উত্তরে শিব শৈল শিখর দখিনে সাগর হেথা।
কাশ্মীরে শির উচ্চ মাতার কারগিলে মান তার
ইন্দ্রধনুর সাতটি রঙে-এ দেশ বদান্যতার।
সৌম্য এ দেশ সাম্যের দেশ মহান এ মা মাটি
শৌর্যে এদেশ বীরের এ দেশ ঈমান মোদের খাঁটি।


নমঃ নমঃ নমঃ জননী হে মোর ভারত আমার মাতা
উত্তরে শিব শৈল শিখর দখিনে সাগর হেথা।


প্রবল এ দেশ প্রণয় প্রেমে মোহন বাঁশির সুরে
এ দেশ স্নেহের এ দেশ মায়ের দীপ্ত সকল নীড়ে।
হৃদ সাগরে কমল হেথায়-স্বর্ণ রেণুর সাজে
জগৎ সভায় আলোক প্রভায়-এ দেশ আমার মা যে।


ভিন্ন হেথায় বিবিধ ধারায়-জাত পাত তার দল
দল দলে তার এক সে ধারা-ফোটায় শতদল।
দ্রুম আর লতায় জড়িয়ে হেথায় প্রাণের গীতি গায়
সৌম্য এ দেশ স্বদেশ আমার শপথ মোদের ন্যায়।


নমঃ নমঃ নমঃ জননী হে মোর ভারত আমার মাতা
উত্তরে শিব শৈল শিখর দখিনে সাগর হেথা।


(ট্রেন থেকে নেমে এইমাত্র আপন ধামে পৌঁছলাম আগরতলা হতে। স্বাধীনতা দিবস উপলক্ষে লেখাটি কাল রাত ১১ টার সময় ট্রেনে বসেই লিখেছিলাম।)