Sanjay Karmakar
  · oposrSnetd50gh6100347u9gmff9698lf7902722l8fl0l5t0hf5459ii194
  ·


সেই আশাতেই বুকটি বাঁধি
নতুন যুগের সন্ধিক্ষণে
আসবে ধরা সাজবে পালক
আর জাহানের ফাগুন গানে।


তুলবে  ধ্বনি উচ্চ স্বরে
ভ্রান্তি বিলাস রইবে দূরে
অসার যাহা জীর্ণ স্থবির
অনল দ্রোহে ফেলবে ছুঁড়ে।


পত পত পত ধ্বজা উড়ায়
এই মেদিনী গগন তল
অগ্রগতির রথ স্থাপনে
এগিয়ে যাবে অগ্নি দল।


প্রেম আর প্রীতি পঙ্খ মিলে
ঋদ্ধ হবে আকাশ বায়
দানবতার অন্ত কালে
আর না হবে দীপ্তি ক্ষয়।


একই ধরা রক্ত এক ওই
নাইকো বিভেদ সেথায় রবে
পাষাণ ভেদি ফুটবে গোলাপ
ভাই ভাই ভাই সকল হবে।


রইবে না আর ক্লিষ্টতার ওই
রণের সাজের বসুন্ধরা
এক মেদিনী এক ই মানুষ
স্নিগ্ধ কোমল মনোহরা।


রক্ত রুধির অন্ত দিনে
ধর্ম রবে মানবতা
সেই আশাতেই বুকটি বাঁধি
সেই আশাতেই কাব্য
সাধা।