Sanjay Karmakar


  · F6et5bruarpy 18 can9t51 5i8:06i ePMad3  ·
"নুসির হিসি-পাঁচ"


নুসির হিসি বিগড়ে গেছে সুগার কী ভাই কমলো তার
হই হই রব উঠলো সে ঘর ডাকতে চলি ডাক্তার।
মাপলো সুগার হায় রে সবার চক্ষু হলো চড়কগাছ
বউ গুলা সব ডুকরে কাঁদে খাওয়াও আরো মিট আর মাছ!
দাদা দুষে দুই সতীনে চুন পোড়া মুখ খামচে ধরে
ছাড়াই আমি সে পথ গামী ও রে দাদা যাবেই মরে।
কালচে মুখে বদ্যি বলে ও ভাই এত দুঃখ ক্যান
তোদের নুসি সুস্থ হলো অসুখ হলেই খুশি জ্যান!
ভাগ রে শালা বদ্যি কালা আপনি তো রাগ অগ্নি সম
দু চার ঘা আমিও লাগাই বদ্যি এমন বললো কেনো?
চার জোড়া বউ আপনি আমি দাওয়ায় বসে বুদ্ধি খুঁজি
বুঝবে কে আর নুসির বাড়া ওটাই যে ভাই মস্ত পুঁজি।
দুই সতীনে ঝগড়া শুরু তাই তে কী আর মনটা ভরে
মুখ হতে হাত ডান্ডা লাঠি এসব চালায় রাগের তরে।
আর সতীনে বাকি যে দুই তারাও আবার কম কীসে
আপনি তাদের যে মার দিলেন সেই রাগেতে ভাঙছে সীসে।
জানলা যেনো খেলনা তাদের বেলনা দিয়ে দিলাম বাড়ি
হ্যাচরে টেনে চুলের মুঠি হ্যাঁচকা টানে ছিড়লো শাড়ি।
টপ আর শায়া আট সতীনে নয় রে ভায়া আটশো তিন
চললো সে রণ ঘন্টা ছয়েক কী আর পেলাম ঘোড়ার ডিম।
হটাত সে সিন বদলে গেলো নুসি সে তার ঘুরছে মাথা
কাত হলো ঘাড় লেপটে মাটি চারটিখানি কথার কথা!
সুগার কমের ডিজিজ নাকি, দুই সতীনে দৌড়ে যায়
আর সতীনে বাকি দুয়ে জল নিয়ে ভাই মাথায় ছিটায়।
(এত্ত হাসি ভালো নয় আবার কালকে)


Sanjay Karmakar (যারা আগের ভাগ পাঠ করেন নি তাদের জন্য প্রথম , দ্বিতীয় ও তৃতীয় আর চতুর্থ ভাগ দিলাম)


  · Feh0btruaoruuycm 83 ast 4:colf6d28 PM  ·
রম্য রচনা, "নুসির হিসি"
- সঞ্জয় কর্মকার


নুসির রোগের প্রকোপ সুগার মিষ্টি খেতে মানা
রাজভোগে নাই দৃষ্টি প্রকট দিলেই তিনি কানা।
নানা সাহেব আদর করে চাখতে দিলেন তায়
অমনি নুসি রাগ করে তা, অবাক চোখে চায়।
দু চার ধমক মিঁয়াও মিঁয়াও সাহেব তারে দিলো
এসব বালাই ছাড়ো মিয়া ঢাকাই না হয় চলো।
ঢাকায় গিয়া করবো বিয়া লকর পকর ঝপ
পড়লে ধরা পদ্মা নদী না হয় দিলাম ঝাপ।
আমি যাবো তুমি যাবে আর গো নিব নুসি
ঝাপ ও ঝপাং হবেই রহিত করলে নুসি হিসি।
এক শিশি তার হাকিম খাবে এক শিশি তার বাপ
এক শিশি তার পুলিশ খেলেই সব গুনাহ মাফ।
নুসি হলেন দাদার বিড়াল হিসি যে তার মিঠা
এক শিশি ফ্রি দিবো তোমায় কাটবে তুমি ফিতা।


রম্য রচনা,"নুসির হিসি-দ্বিতীয় ভাগ"
- সঞ্জয় কর্মকার
শ.ম. শহীদ


পরের খবর কই?
আশায় বসে রই।


Sanjay Karmakar
  · 19g6S hou2nhg8urscld  ·
"নুসির হিসি"


তারপরে!
তারপরে দুল দুলিয়ে কোমর তাইড়ে ছুটে বউ
যেই না এলো হটাৎ আলো বাঁধলো গন্ডগোল।
আপনি এদিক আমি ওদিক যেই ছুটেছি বাড়া
হটাৎ নুসি দুই পা তুলে বললো ওরে ভেড়া।
ভিরমি খাব ভাবছি মনে মা কালি রূপ পিছে
তার পিছনে তোমার দাদা কাঁকড়া যেমন বিছে।  
বিষের ভাপে বারুদ জ্বালা হাপুস নয়ন দাদা
আমার পিছে জিন্দা কালি তোমার পিছেও ধাঁধা।
ধপ করে যেই শয্যা নিছি উপুত হয়ে কাত
হুমড়ি খেয়ে বউ ধরেছে কুড়াল নিয়ে হাত।
যেই উঠেছে খর্গ খাড়া জিভ টা করে বার
সি সি করে নুসি তোমার করলো হিসি তার।
তার বলে কী! জিবের ডগায় যেই পড়েছে ঝোল
খর্গ ছেড়ে জয় মা কালি শয্যা আমার কোল।
তোমার বাড়া জিন্দা খাড়া তাই না দাদা দেখে
কি'রম সে ঝোল নুসির হিসি দেখলো শুধু চেখে।
যেই চেখেছে নুসির হিসি হাসির তুফান উড়ে
জড়িয়ে তোমায় তোমার কালি অনেক আদর করে।  
দুই দুগুনি চার জোড়া বউ; এলাম মোরা নিয়ে
ধুম ধামে ঘর বউ'রা মোদের করায় দিলো বিয়ে।


Sanjay Karmakar
  · 51p1ona42cg hrh0rm7h61gds  ·
"নুসির হিসি-তিন"


নুসির হিসির খবর দ্রুত দেশ বিদেশে ছায়
ডিমান্ড অনেক সব দেশেরই দাদায় দাদা চায়।
নুসির আরক কতই হবে দু-চার শিশি দিনে
বেচতে চলি যাচাই করে ঝাপায় সবাই কিনে।
বউ গুলা সব যত্ন নুসির; নিচ্ছে দিন আর রাতে
মাছ আর মিট আনলে কিনে আর জোটেনা পাতে।
রাতেও দাদা হচ্ছি হাঁদা বউ যে নুসির সাথ
লিঙ টা মোদের কী আর বলি চলছে শুধুই হাত।
কী আর করা ঘাটের মরা, তুমি আর হই আমি
আমরা হলাম দামড়া গরু নুসিই এখন দামি।
গঙ্গা ফরিং ধরতে চলো ওঝা টোঝা খুঁজো
ওঝার নিদান করতে বিধান লাগবে উটের কুঁজ ও।
চলেন দাদা কিংবা হাঁদা মরু ভূমিই চলি
থাকতে কেনো বউ গুলা সব; হবোই পাঁঠার বলি।


Sanjay Karmakar


  · 19 hrs  ·
"নুসির হিসি-চার"


হায় রে মরু পাতলা সরু লম্বা মোটা সব ই
দু চোখ মিলায় দেখতে চলি শুধুই উটের ছবি।
উট কী দিবে ও দা শুধাও ঊট কী বুঝে বাত
করবে কী আর চাইলে সে কুঁজ হবেই কী আর কাত।
কাটতে হবে কাচি কী গো আনছো দাদা সাথে
ও্ঝার নিদান বুঝবে কী উট আলগা মুলাকাতে।
আনছো নাকি দু চার শিশি নুসির হিসি ব্যাগে
খেলেই সে মুত নুসির বাড়া মানবে কূঁজের ত্যাগে।
দাও দিকিনি বিকিকিনি করতে চলি উট
হায় রে দাদা খেপলো খেয়ে বলছে কেনো ফুট!
উটের মাঝি ডালায় সাজি দিচ্ছে কেনেই গাল
এর চেয়ে ভালো গরম গরম বিবির মুখের শাল।
শাল ই হোক শালাই হোক চল দা বাড়ির পান
ডিগবাজি খাই চল রে দাদা গাইতে নুসির গান।