নুসির রোগের প্রকোপ সুগার মিষ্টি খেতে মানা
রাজভোগে নাই দৃষ্টি প্রকট দিলেই তিনি কানা।
নানা সাহেব আদর করে চাখতে দিলেন তায়
অমনি নুসি রাগ করে তা, অবাক চোখে চায়।
দু চার ধমক মিঁয়াও মিঁয়াও সাহেব তারে দিলো
এসব বালাই ছাড়ো মিয়া ঢাকাই না হয় চলো।
ঢাকায় গিয়া করবো বিয়া লকর পকর ঝপ
পড়লে ধরা পদ্মা নদী না হয় দিলাম ঝাপ।
আমি যাবো তুমি যাবে আর গো নিব নুসি
ঝাপ ও ঝপাং হবেই রহিত করলে নুসি হিসি।
এক শিশি তার হাকিম খাবে এক শিশি তার বাপ
এক শিশি তার পুলিশ খেলেই সব গুনাহ মাফ।
নুসি হলেন দাদার বিড়াল হিসি যে তার মিঠা
এক শিশি ফ্রি দিবো তোমায় কাটবে তুমি ফিতা।