Sanjay Karmakar
Top Contributor
  ·   ·


ও নদী তুই পাগলপারা
কোন দুয়ারে বইলি তুই
এ গাঙ আমার চর জেগেছে
হন্যে হয়ে খুঁজতে রই।


আসলে শরৎ চড়ায় পারদ
মাদল বাজে মনে
পূজার ঘ্রাণে মাতাল হৃদয়
ও সখী লো তোর বিহনে-


তোর বিহনে নাই রে পরাণ
হৃদ দরিয়ার গাঙ,
চর জেগে রয় এ পার ডাঙা
নিথর যে হয় প্রাণ।।


বসন্তের ওই কুঞ্জ বিহার
স্মৃতির দ্বারে বয়
ভাবুক এ মন তোর মদিরায়
দুঃখ দিয়ে যায়।।


ও নদী তুই পাগলপারা
কোন দুয়ারে বইলি তুই
এ গাঙ আমার চর জেগেছে
হন্যে হয়ে খুঁজতে রই।