আমার মন ও ঠিক বেয়ারা বেয়াদপের বাপ
যখন তখন ইচ্ছে মতন কাব্যে যে দেয় ঝাপ।
তার ঝাপিতে কি না আছে সবজান্তাই যেনো
সঠিক দিশায় যায় না কভূ টেরা ব্যাকাই জেনো।


যতই বলি ফকরদারী মারিস না রে বাপু
তেমন হলেই সবাই আমায় দেখায় কেমন বপু।
ক কইতে কানাই ক'বে হ'তে ক'বে হাতা
ইচ্ছে মতন বকতে যাবে হায় রে ছাতার মাথা।


কতই বিপদ ঘনায় আমার মনের দোষের তরে
মৌণতার ওই শাস্তি কভূ-কভূ কমেন্ট ঘরে।
তবুও আমি মনকে বাঁধি সাধাসাধি করি
মন তো খ্যাপা চলকে বেড়ায় খুঁজতে চলে পরী।


আর কতনা শতেক বাতিক অনেক আছে তার
এ মন আমার বাতিক ধরা-তবু ও অহঙ্কার।