Sanjay Karmakar
cSMarlctfh1 4 0a1at o4g1s2:5f9t3 PeMd  ·


মানুষ হয়ে লাভ টা কী ভাই কইতে আমার পারো
এই যেমুন ওই পূতিন শালা তার ঐ কথা ধরো।
শালার ব্যাটা কুত্তা শিয়াল কিংবা গু-এর পোকা
মানুষ আজি মানুষ মারে শোন রে বলি বোকা।
তার চেয়ে ভালো অমানুষই না হয় গেলাম রয়ে
পরের মাথায় কাঁঠাল ভাঙি মিথ্যা কথা কয়ে।
হিংসা দ্বেষের পরম প্রীতি মানুষ গুলার সব
তার চেয়ে ভালো পশু হয়েই র'লাম নাহয় ভব।
পরম পিতা ধর্ম তাহার নাই তো আমার জানা
কিছুই তিনি দেখেন না শোন চক্ষু তাহার কানা।
সত্যবাদীর ভাত কী জোটে? ছেঁড়া কাঁথায় রয়
সত্যিকারের মানুষ যারা দুঃখ অনেক সয়।
জীবন তাদের কচুর পানা-ভেসেই চলে জলে
মিথ্যা আর অমানুষের কূট কূটানি চালে।
অমানিশার রাত্রি তমা মলিনতার ছায়ে
চলতে সে রয় স্কন্ধ ঝোলা তার সে ডানে বায়ে।
তাইরে ভায়া মানুষ হবার ইচ্ছে রে শোন নাই
ছল শঠতার বধ্য সে ভূম অমানুষ ওই রই।


(বি.দ্রঃ  পূতি কথার অর্থ নষ্ট পচা দুর্গন্ধ যূক্ত, কবিতায় পূতিন> খারাপ বা নষ্ট মানুষ বোঝাতে উল্লেখ করা হয়েছে। এই পৃথিবীতে দুর্ভাগ্যবশত কারো নামের সাথে মিলে গেলে তার জন্য লেখকের কোন দায় বর্তাবে না)