Sanjay Karmakar
5tS23 4hucfr1n5sg01ore3f3d  ·


ক্লান্তি যখন ভরায় ভুবন
                 বিষের বীণের তান
বৈভবে তার সমূল নিপাত
                 সে ঘাত নির্যাতন।
সত্য যখন খাদের কানায়
                 খর সে বায়ু বয়
দীপ্তি তার ঐ ধুলায় লুটায়
                  মন মদিরায় হায়!


দিব্য আদি সে জন আমার
                   স্মরণ করি মায়
শিক্ষা তার ঐ দীক্ষা তার ঐ
                  প্রশান্তির ঐ ছায়।


ঝড় বাদলে রণ আর বনে
                তার ওই দিশায় চলি
সাহস বুকে সৌধ গড়ি
                তার ভাষাতেই বলি।
শব্দ বিচার চিন্তনে রয়
                ভাবনা হলে ভালো
অর্থ তেমন ভাবনা যেমন
                উজল কী বা কালো।


যেথায় মনন লিপ্ত কালি
                হয় না অপরূপা
শিক্ষা তাহার দীক্ষা হে মোর
                তাহার দানেই শেখা।


ক্লান্তি যখন ভরায় ভুবন
                 বিষের বীণের তান
বৈভবে তার সমূল নিপাত
                 সে ঘাত নির্যাতন।
সত্য যখন খাদের কানায়
                 খর সে বায়ু বয়
দীপ্তি তার ঐ ধুলায় লুটায়
                  মন মদিরায় হায়!