Sanjay Karmakar
  · Sneotsordpt8bSa ia5it585e3f1:uMi0t7 l6e 61Pmrhl1ca160e 60012p  ·


পূজো আসে কাশে কাশে শরতের ধুম
চাষা ভুষা শ্রমিকের ভাঙে কাল ঘুম।  
দিতে হবে নব সাজ নব শুভ প্রভাতে
শিশু কচি ছেলে মেয়ে আছে যারা বাটিতে।


ঘুম ছোটে হাভাগার শ্রম যার মন্ত্র
নাই কোনো আলাদিন তার ধরা যন্ত্র।
ঘষে দিলে একেবারে চাই যাহা দিবে ধরা
পূজো এলে সবে তাই শ্রমিকেরা দিশেহারা।


অকূলেই গোকুলেই সুরে বাঁশি বাঁজে তার
একি খেলা নিয়তির হায় ওরে বিধাতার।
এক ধরা রচে প্রাণ ছলা কলা শত ধায়
আজি ধরা বয় রতি, কাম আর লালসায়।


পূজো এলো কবিদলে সঙ্গদ কবিতায়
তরী ভাসে পাল তুলে ভাবে নাই মোরে হায়!
খুশি খুশি রব ধ্বনি ফানুসেতে উড়ে কাশে
জীর্ণ এ প্রাণ মোরা নাই কোনও অবকাশে।


এক ধরা একই প্রাণ বিষমতা বিষে রাজ
একে সুখে রতি কামে সুখে মজে মহারাজ।
আর ধরা দীন দুখী বিধি ভাম রয় তাহে
আজি দিনু অভিশাপ, ক্রোধ কাম রতি দ্রোহে।