Sanjay Karmakar
Sesdtoporn5hc1urlfc0t1sllmt2u  ·


পদ্মা সেতু


পদ্মা সেতু পদ্মা সেতু, শেখ হাসিনার দান,
চার লেনের ওই দুইটি ফ্লোরে, ট্রাফিক চলমান।
নীচ দিয়ে তার রেলের গাড়ি, উপর দিয়ে চলে,
চার থেকে দশ চাকার বাহন, যায় গো সেতু গলে।
ফেরি ঘাটের লম্বা প্রহর, ভিড় ঠাসা নাও তার,
ভয়াল সে দিন টুটলো আজি, নাই গো সেদিন আর।
ছ মিনিটেই এধার হতে, ও ধার হবে গতি
বাঁচবে সময়, থাকবে না ভয়, ডুবলে সে নাও, ক্ষতি।
লক্ষ কোটি মানুষ জনায়, বাড়বে তাদের আয়,
ছ মাইলের মাইল ফলক, পদ্মা সেতু তায়।
দেশের টাকায় তৈরি সেতু, নয়কো ঋণ ও ধার,
শেখ হাসিনা, বঙ্গ কন্যা, সেলাম সে সরকার।


Sanjay Karmakar
rodeSnstpo :50aeJnu7ht9alPl209m2g47u01g 1a57Mt5  ·
পদ্মা সেতু

বিশ্বজনায় বিস্ময়ে চায়
বঙ্গ সে তাঁর বিজয় গায়,
বন্দনাতে বাংলা মাতে
বইছে ধারা বিজয় খাতে,
পদ্মা যমুনায়।
স্বপ্ন দিয়ে গড়লো সেতু,
দুই পারে ভূম জোড়ার হেতু,
অগ্রগতির শিখর পানে
বাংলা তাঁর ঐ বিজয় গানে,
অবাক চোখে চায়।


সবাই যখন মুখ ফেরালো
পদ্মা তার ঐ পানে,
বঙ্গ কন্যা শেখ হাসিনা
এগিয়ে এলেন ত্রাণে।
দেশের টাকায় গড়তে সেতু,
দৃঢ় তাঁর ঐ রূপ
পদ্মা সেতু, গর্ব দেশের,
শৌম্য অপরূপ।