Sanjay Karmakar
Fe99brhuary 1414uS 1a3t 91:m4ns328o ruPufM  ·


কী আর ক'ব নাই কী তব মান আর হুঁশের জ্ঞান
মানুষ কুলে জন্ম নিয়ে করিস অপমান!
এই জগতে দুইটি শুধু কূল আর আছে জাতি
একটিরে কয় প্রাণী মানব, শ্রেষ্ট সে জাত পতি।


পশুর জাতির রাজার রাজা কিসের মতন হবে!
সে যদি হয় পশুর পশু মন্দ কেনই ক'বে?
বনের পশু অধম তারা খাদ্য খাদক হয়
রাজার রাজা মানুষ পশু মান আর হুঁশও রয়।


মান লয়ে তাই মান্য মোরা হুঁশ হলো তাজ-বোধ
মারবো আর চুষতে রবো করবে কে আর রোধ!
ধনের প্রীতি নারীর প্রতি বন্য মোরা জাত
পড়ের মাথায় কাঁঠাল ভাঙা মোদের জল ভাত।


হিংস্র মোরা পশুর রাজা ধর্ম নিয়ে খেলি
ধর্ম যারা নয় রে একই পায়ের তলায় ডলি।
বাবরি মোরা কবেই দিছি রামের দেশের রাজে
কতই পুরুত মারছি রোজ ই পশুর ধরা সাজে।


দাঙ্গা করি পাঙ্গা নিয়ে ধর্ম অজুহাত
খল শঠতা মান আর হুঁশের জন্ম দেওয়া পাঠ।
বুঝলি রে ধন কেনই মোরা পশুর দেশের রাজা
বুঝবি কী আর তুই তো কবি খোল করতাল বাজা।