Sanjay Karmakar
  ·sneSooptdrltf6h20560c7ihu2i5m87hto2Ja74snh57 faw3437tfu6gm51 ·


পথ আমি পথ, আমার বুকে, তোমরা মাড়াও পদ
পার হয়ে যাও যোজন দূরে, নদ নদী ঝিল হ্রদ।
দীপ্ত তোমার চরণ খানি মাড়িয়ে আমায় চলো
বাদল দিনে ধরলে ভাঙন আবোল তাবোল বলো।
গতির দিশায় তুফান তুলে শকট চলে বেগে
জয়ের নিশান ধ্বজা তোমার আমার আত্মত্যাগে।
বুক পেতে রই সদাই আমি, আমার আত্মকথা
চুমতে তোমার চরণ খানি; নাই কো আমার ব্যথা।
দুঃখে আমার বুক ফেটে যায় দীর্ঘশ্বাস ওই ফেলি
মন্দ কপাল লিখলে বুকে রুধির হলাহল ই।
বালক কভু যুবাই কিবা, বৃদ্ধ নরনারী
কিংবা সমূল একই সাথে মৃত্যু, সে দেয় পাড়ি।
আমার বুকে অনেক দুখে লিখিত হলে গাথা
নিথর যে হয় পাষাণ আমার, হয় গো অনেক ব্যথা।
তোমরা যারা চলবে বুকে পাষাণ আমায় তাতে
বাইক কিবা স্কুটিই বলো, দিন কিবা রাত গতে।
হুশ টি রেখে চলবে বলি হোক না কিছু দেরি
তাই বলে ছুট ছুটবে নাকো; নয়কো হুড়োহুড়ি।
আইন মাফিক চলবে পথে, ট্রাফিক তাহার রুল
সজাগ র'লে পথটি চলে, হয় না সে তার ভুল।
নেশার বশে আমার দেশে শকট কী বা যান
জানবে ক্ষতি ভাঙলে রীতি, যাবেই ওগো প্রাণ।
তোমার খুশি আমার খুশি, খুশিই আমি চাই
পাষাণ বুকে রই যে ধরে, পথ আমি পথ ভাই।


বি;দ্রঃ আমার চেনাজানা ২২ বছরের যুবকের বাইক এক্সিডেন্টে মারা যাবার পরিপেক্ষিতে এ লেখা।