দিন কয়েক পর শিলিগুড়ি কাঞ্চনজন্ঘা  স্টেডিয়ামে শুরু হবে পুষ্পমেলা। গতকাল সন্ধ্যায় মেলা কমিটির সেক্রেটারি ও আর কয়েক জনের সাথে দেখা হয়েছিল। তারা বহুকাল আগে থেকেই জানে আমি লেখালেখি করি। পুষ্পমেলা নিয়ে একটি কবিতা লিখে দিতে তারা অনুরোধ করে এবং বলে যে লেখাটি তারা প্রচার করবে। জানি না কিভাবে কী প্রচার করবে তবে কাল রাতেই লেখাটি লিখে সকালে প্রিন্ট ও কপি করে সেক্রেটারির হোয়ার্টস এপে পাঠিয়ে দিয়েছি। লেখাটি মূলত একটি গীতিকাব্য।


"প্রাণের দোলা"


Sanjay Karmakar
  ·
  ·


পুষ্প বাগে কোমল কলি গোলাপ বকুল জুঁই
সুবাস তার ওই মাতায় এ মন আলতো করে ছুঁই।
হাসনেহেনা আঁখির পাতায় মাতায় এ মন আজ
আজ বাগিচা ফুলের মেলায় পুষ্প তার ওই রাজ।


উদ্যানেতে হারিয়ে এ মন শীতল এ মন আজি
বিভায় তার ওই বর্ণচ্ছটায় বিবিধ পুষ্পরাজি।
হরিৎ কোমল অঙ্গ সাজে স্নিগ্ধতার ঐ খেলা
আজ সকাসে প্রেমের দোলায় সুন্দরতার মেলা।


ডালিয়ার ওই দল আর দলে সৌম্য সে তার রূপ
দৃষ্টি আমার হারিয়ে সেথায় সে দল অপরূপ।
লাস্যে কোমল অঙ্গ সে তার প্রিয়ার মুখচ্ছবি
মন মোহিনী বিভায় তার ঐ-হারিয়ে এ মন কবি।


দেবালয়ের প্রাঙ্গণেতে অর্ঘ্য সাজায় ডালি
আয় রে আজি মন ফাগুনে সুবাস খানিক ঢালি।
ঐক্য তানে সুতোর টানে মালায় গাথি তায়
সব ভুলে আজ পুষ্প মেলায় প্রাণের টানে আয়।