Sanjay Karmakar
eosSrdpnton0i7g83t99h59g9so67fu6i1mh6w3tiau607tg4lu9J81fu1 ·

অজয় তারি চল না ফেরি আজ উজানে জলের টান
দাঁড় বাহি চল বান ডেকেছে জলের সাথে করতে রণ।
অজয় আমার প্রাণের নদী
রইবে হৃদে নিরবধি,
তার দানের ওই মানিক এ গাঁ-রই গো মোরা সাধারণ।


আর পারে বন-তমাল শাল-বটের ছায়ে ধূপচালা
সেই খানে রয় স্নিগ্ধ আমেজ খোকাখুকির হট্টমেলা।
হাট বসে তার ওপার দূরে
পার হয় ফেরী ভাটির সুরে,  
বিকিকিনি হয় গো সেথায়, সে থান নামে হাটখোলা।


গাঁ এর বধূ সকল তারা কলসি কাঁখে জল ভরে
ঘাট পার মান কাপড় কেঁচে ছায়া পথে ঘর ফেরে।
কাল্লু মিয়া ও তার ছেলে
অজয় জলে ফাঁদ ফেলে,
মাছ ধরে হাট পসরা পাতে, মাছ বিকায়ে দোরে দোরে।


সন্ধ্যাকালে সাজের বেলা অস্তরবির মূর্ছনাতে
আবির খেলে অজয় নীড়ে লাল আবিরে আলোর ঘাতে।
গরু সে তার পার হয় গাড়ি
হাটের মালের বোঝায় ভারি,
সূর্যি মামা বিদায় নিলে- তমস ঘনায় অজয় তটে।


স্তব্ধ গাঁ'এ হুক্কাহুয়া-শৃগাল সবে রব তোলে
জ্যোৎস্না বারি রঙ বাহারে অজয় জলে রূপ মেলে।
জোনাক তারা আকাশ ভরা
সে থান গড়ে মনোহরা,
অজয় আমার প্রাণের সে নদ নাই দু'খানি ধরার তলে।