শাসন বারণ শিথিল যথায় নাইকো দ্বেষের বায়
প্রেমের ভুবন সাজিয়ে ডালায় আয় না সখী আয়।
তপ্ত ভূ-লোক তৃপ্তি রহিত হিংস্র ক্রুর অতি
হারিয়ে তথায় দূর জাহানে; এ মন যেতে চায়।
এ মন যেতে চায়;
প্রেমের ভুবন সাজিয়ে ডালায় আয় না সখী আয়।


ফল্গু যেথায় বইছে প্রেমের দ্বারকার ওই দেশে
জুঁই শেফালী মিলছে কলি-হৃদয় নীলাকাশে;
নাই ছলনা ভ্রমের মতি বল্গা রহিত প্রাণ
চাইছে এ মন ভুবন তথায়; চল না সে দেশ ভেসে।
চল না সে দেশ ভেসে;
চাইছে এ মন ভুবন তথায় চল না সে দেশ ভেসে।


প্রেমের ভুবন সাজিয়ে ডালায় আয় না সখী আয়
রিক্ততার ওই এই ভুবনে আর না দহন সয়
প্রেমের ভুবন সাজিয়ে ডালায় আয় না সখী আয়;
আয় না সখী আয়।