মানুষই মানুষের ক্ষতি করে ক্ষিতি হায়
মান হুশ ক্ষয়ে ক্ষয়ে ধুয়ে গেছে গঙ্গায়।
দানবিক উত্থানে পরাহত ধরা তাই
ন্যায় নীতি গোল্লায় দিকে দিকে হিংসাই।


হিংস্রক জনে জনে অরি আর বৈরিতা
পাশবিক আচরণ দিকে দিকে বিষমতা।
বিষময় কলুষিত হৃদ মন তনু কায়
ধারা তারি প্রবা্হেতে দিকে দিকে অন্যায়।


ধ্বংসের নাদ শুনি মোখা কিবা আম্ফানে
রণ তারি রথো পড়ি আণবিক বিষ বানে।
মাতোয়ারা গণে রণে গনগনে আঁচ তার
প্রেম প্রীতি আজি ভীতি বাকি নাই আস্থার।


এসো আজি প্রাতঃ কালে বিধাতাই ভরোসা
নমি তারে দয়া মাগি চাই প্রীতি বারতা।


বিধাতাই ত্রাতা জানি যুগ কাল ইতিহাসে
নেমে তিনি এসেছেন ধরণীকে ভালোবেসে।
সেই আশে যদি পশে আহ্বান তারি কান
দৈব সে অনুভবে আজি করি আহবান।