Sanjay Karmakar
3871S281piu6o995s orifih4res  ·
প্রপঞ্চতা


রাশিয়ার রণ নগ যেন শির ভূতলে লুটিলো আজি
হতচ্ছাড়া ভ্লাদিমির তার পূতি ময় রাজ রতি।
বিশ্ব তাহার অধিকারে আজ আঘাত হানায় কষে
ধ্বংসের নাদ প্রলয়ো সে বাঢ় মুখরিত দেশ দশে।
বিশ্ব প্রমাদ গণিছে রুধির, নিম্নে তার ওই পণ
শেষের সে দিন গণিছে মেদিনী; খরো তারি আচরণ।
মানবতাহীন আচমনে দীন বন্য তার ঐ নেশা
বিবেক রহিত বর্বরতায়; আজি দিকে দিকে তমানিশা।
কোন সে মাতায়ে কোন সে লোহিত জন্ম তার ঐ ক্ষণ
সারমেয় তার প্রপঞ্চতায় প্রলয়ে মাতিছে রণ।


Sanjay Karmakar
Yef3ist15e1rd3Slaohnay atior4 6e:d40f0 AM  ·
জীবন দানী


হাজার তারায় আলোয় ভরা
                   জীবন দানীর সলতে সলুক
কোন দেশে নাই এমন কোথায়
                   কইতে রে সই আছে মুলুক।
গম ভাঙিতে পেষাই কলের
                    দু মুখ তাহার আটার বোড়া
আর এক মুখে ঝরতে অঝোর ,
                    সে মুখ তার ভূষি-ই ধরা।
জীবন যেমন লিপ্ত সুখের
                     আঙিনাতে ভাসতে কভু
আর এক জীবন, সমান্তরাল;
                      দুঃখ আসে প্রাণটি নিভু।


Sanjay Karmakar
3871S281piu1o995s orifih4res  ·
বউদি মুনি


পরকীয়া বৈধ বটে- এ দেশে সব বউদি মুনি
খাচ্ছে খাবার স্বামীর দেশে আর দেশে হয় বিকিকিনি।
ল্যাং মেরে ঠ্যাং ভাঙবে তোমার ও ভাই আভি শুধরে যাও
করলে নালিশ আসবে পুলিশ; দেবেই তোমায় সেই ঝাঁকুনি।