রাত্রি আমার জানে কেবল কেমন আছি
স্বর্ণকমল সেই তো আমার চলার সাথী।


বিবেক বোধে সেই তো আমায়, দেয় তো আলো
আর আলেয়া তার ওই দেওয়া দীপ্ত কালো।


দীপ্তি তার ওই গগন চূমে-নিনাদ তারি
সব হারাবার এক পারাবার সইতে নারি।


বিহ্বলতায় স্বর্ণলতায় জড়ায় এ প্রাণ
তার সোপানে দুখের গাঙে হই গো অপাঙ।


বটের ছায়া কালোর দায়ে হয় কি কালো!!
জীবন আমার আঁধার তমায় বেশ তো ভালো।


এ মন আমার আঁধার তমার দীপ্তি তার-ই
দীপ্ত তপন বীর্যে তার ওই হই গো দ্বারী।


মোক্ষ যেথায় জীব এ দহন-চরণ চূমে
বিষাদ বারি হার মানা হার তার ঐ ভূমে-


মোক্ষ যেথায় জীব এ দহন-চরণ চূমে
বিষাদ বারি হার মানা হার তার ঐ ভূমে-


সেই তো পীযুষ সুধার ভুবন বক্ষে লই
ব্যথার পাহার তার ওই কোলে শান্ত রই।


অম্ল মতির এই দরিয়ায় সন্তরণে
নীড় হারা নীর নিঃস্বাদ জীবন অমোঘ পণে।


বইতে চলি সে খাত বেয়ে সাগর পানে
সঙ্গমেতে মিলন তিথির সন্মোহনে।


রাত্রি আমার জানে কেবল কেমন আছি
স্বর্ণকমল সেই তো আমার চলার সাথী।


বিবেক বোধে সেই তো আমায়, দেয় তো আলো
আর আলেয়া তার ওই দেওয়া দীপ্ত কালো।


(নীর>জল)


(যারা পূর্বের দুই পর্ব পাঠ করেন নি তারা ইচ্ছে হলে অবলোকন করে নিতে পারেন)


(I)


রাত্রি আমার জানে কেবল কেমন আছি
তার কোলে রই আঁধার তমায় জমিয়ে রাখি।


রাত্রি আমার জানে কেবল কেমন আছি
তার কোলে রই আঁধার তমায় জমিয়ে রাখি।


নিশীথ তারায় এ মন হারায় হৃদয় মাঝে
দুখের বোঝার পাহাড় সকল দিব্য সাজে-


বইতে চলি সইতে চলি আর পারাবার
সব হারাবার এক পারাবার মোহন হার।


রাত্রি আমার জানে কেবল কেমন আছি
তার কোলে রই আঁধার তমায় জমিয়ে রাখি।


স্বপ্ন কমল সেই তো অমল নয়কো হীন
তার প্রেমের ওই ওষ্ঠ সুধায় নইকো দীন।


এ মন আমার আঁধার তমার মগ্ন প্রেমে
নগ্ন সে নয় হৃদয় আমার জড়িয়ে হেমে।


দিব্য পরশ দীখল তার ওই ছায়ায় মাতি
সেই তো জগৎ জগৎপতী-তার ওই ক্ষিতি।  


রাত্রি আমার জানে কেবল কেমন আছি
তার কোলে রই আঁধার তমায় জমিয়ে রাখি।


(II)


দুঃখ সকল দেয় যে প্রবল ছোবল তারি
তপ্ত শিসের ছোবল তার ওই সইতে ভারি।


আর স্বজনে তার কুজনে তমার নিশা
সেই তো প্রেমিক যে জন সুজন সুখের নেশা।


নেশার দেশে যাই গো ভেসে অলীক প্রেমে
এক পৃথিবী সুখের বাসর জড়ায় হেমে।


রাত্রি আমার জানে কেবল কেমন আছি
তার প্রেমে রই আঁধার তমায় শূন্য আঁখি।


এ মন আমার আঁধার তমার মগ্ন প্রেমে
নগ্ন তার ওই এক আকাশের সয়ন্তনে।


তার সে করাল কালোয় আমার সুখের নীড়
স্বপ্ন সকল ভগ্ন যেথায় সদাই ভিড়!!


দুঃখ সকল দেয় যে প্রবল ছোবল তারি
তপ্ত শিসের ছোবল তার ওই সইতে নারি।


রাত্রি আমার জানে কেবল কেমন আছি
তার প্রেমের ওই আঁধার তমায় শূন্য আঁখি।