কে আছো গো গিন্নি বাঁটা আদার ঝোলের ঝাল
খাও নি সোনায় সোহাগ মাখা বিশ্রী কটু গাল।
প্রবল ঝড়ে যায় নি উড়ে মাথার উপর ছাদ
হয় নি মনে আনমনেতে-জীবন টা বরবাদ!!


খাদের কানায় পিছলে পড়ে যায়নি ছুঁলে ছাল
হয় নি করুণ লালির অরুণ এমনি তরা হাল!!
চলতে পথে মুখ আর ঠোঁটে বিড়বিড়ানি বলা
শুষ্ক মরুর তপ্ত বালুয়- কাষ্ঠ কঠিন গলা।


বাঁধন ছাড়া চলতে পথে অবিশ্বাসের ঢেউ
আছড়ে পড়ে ডিঙির প'রি ছাল তোলেনি বউ!!
চোখের ট্যারা দৃষ্টি খানিক হয়নি গোচর তার
ফিরলে রাতে অধিক অতি রুদ্ধ পেতে দ্বার।


অভিমানে আকাশ ভরা সজল কালো মেঘ
ঝরঝরিয়ে ঝড়ের আভাস স্থবির গতিবেগ।
কালবোশেখির তুমুল তুফান আছড়ে পড়ে দ্বারে
বুদ্ধি দিয়ে সলতে সুলুক খুঁজতে গিয়ে রাহে!!


দুর্গা কভু কালি ই কী বা বিবিধ জায়ার রূপ
বইতে তরী বৈতরণীর- সও সে ছায় ধূপ।


লেখাটি সরাসরি নতুন কবিতা প্রকাশ করুন ফর্ম খুলে এখানেই লেখা।