Sanjay Karmakar
Sdpenotrsoh70t 6gha5luu10a9ln9Jf0w046o43fgt3c863640slh2la530 ·


জন্মিলে মরিতে হবে
ছাড় পেয়েছে কে কবে?
হৃদয়ে উঠেছে জেগে
ভানুকরে।


এ মরণ মরণ নহে,
অমৃতে সমারোহে।
আছিল পৃথিবী পরে,
তারি ধরা ঘড়াটারে
লুটায়ে সে
পথ।


আষারে শ্রাবণ ধারা
প্রাণ পথ হয় হারা; অশান্ত
হৃদয়ে।


করে তারি বিভাবসু
কী বা রহে চন্দ্রমা
লুটায়ে পৃথ্বী প'রি,
যাহা কিছু প্রণিধান;
জেনো তারি
উপহার-
ই।


সংযোজনাঃ কিছু কিছু কবির কাছে কবিতাটি জটিল দূরুহ বলে মনে হয়েছে তাই দু চার কথায় কবিতাটির সারমর্ম লিখে দিলামঃ-


কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে লেখা। এটা স্মরণে এনে কবিতাটি পাঠ করুন সব কিছু জলের মত পরিস্কার হয়ে যাবে।আমি কবিতায় এটাই লিখেছি যে জন্মালে মারা তো যেতেই হবে তবে তিনি মারা যান নি তিনি হৃদয়ের অমরলোকে গমন করেছেন। সাহিত্যসুধার ঘড়ায় যে অমৃত তিনি এনেছিলেন তা তিনি সারা পৃথিবীতে ঢেলে দিয়েছিলেন। তার হাতে সূর্যের তেজ ছিল আর ছিল চন্দ্রমার মধুরতা। এ সবই আমরা পরম উপহার হিসাবে তার কাছ থেকে পেয়েছি। আষারের অতিবৃষ্টি যেমন শ্রাবণে হয়ে তা যেন বিষাদ বারির সমান আর তার প্রয়াণে ব্যথায় হৃদয় অশান্ত হয়ে উঠছে। ধন্যবাদ।