ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)


ক্ষুদ্র একটি দেহের ভেতর
বৃহৎ একজন আছে,
দৃশ্যমানের অভ্যন্তরে
অদৃশ্য মন বাঁচে।


সঞ্জয় কর্মকার


Sanjay Karmakar
potnoedSrs4109mtf784u u15Ju61y1391m16hcu8fPaM8aa t3 77fl l:0 ·


হৃদয় আকাশ তারায় ভরা লক্ষ কোটি তায়,
কেউ খুঁজে পায়, পায় না কেহ, জন আর জনতায়।
যে জন ভজে মানব তাহায়, দুখের ধরা ভবে,
সেই তো সাগর, হীরক মোতি,
জৈব অনুভবে..................।


মানব সেবা পরম সে ধন, পায় কী সাগর কূল,
বিষয় আশয় মগ্ন ধ্যানে, স্থিতিই প্রতিকূল।
আজ যা আমার কাল সে কারুর, কেউ কী বোঝে মন,
আগ্রাসনেই জীবন বহুল,
তাঁর সে আরাধন!!


দীপ্তি তাঁর ঐ আকাশ ছোঁয়া, নিধন কোতল তরে
খর সে বাতাস বইছে মহল, ঘর আর দ্বারে দ্বারে।
ধনের নেশায় মগ্ন রাজি, আকাশ পানে আঁখি,
কেউ কী বোঝে ধনের খোঁজে,
পায় না কেহ সাকি।