দিব্য যদি সঙ্গ সাধে
রাখলে হরি মারবে কে?
আকাশ ভূমে ললাট চুমে
বুঝলে সখা বন্ধু হে।


ললাট বরাত যে জন দানে
কালের বুকে কপোল তায়
মৃত্যু ছোবল মারতে নারে
যম যদি সেই বরাত দেয়।


অবিনাশের রইলে ছোঁয়াচ
দোয়াত কালি কলম খাকে
হিংস্র গরল হয় গো তরল
কালের তালের ঘূর্ণিপাকে।

অঙ্ক সাকির ভ্রান্ত নহে
জীবন পথের কোণায় কোণায়
বৃহৎ সে জন আস্থাভাজন
পল পলেতেই প্রমান জানায়।


আজ আছি কাল রইবো নাকো
দীপ্তি তার ওই শোভার তল
আর নত হই চরণ তাহার
সেলাম তারে হর এক পল।


(আজ আমি আমার বন্ধু রাকেশ কুমার শ্রীবাস্তব এর সাথে তার স্কর্পিও গাড়িতে করে তার কিছু কাজের প্রয়োজনে শিলিগুড়ির বাইরে ন্যাশনাল হাইওয়ে দিয়ে সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম। ফ্লাইওভার এ উঠে নামার সময় হটাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে যায় সম্পূর্ণভাবে। পরে বোঝা গেছিল গাড়ির ফ্যানবেল্ট ছিঁড়ে যাওয়াতে গাড়ি প্রচন্ড হিট হয়ে গিয়ে ব্রেক সিস্টেম কে বিগড়ে দিয়েছিল। অনেক বড় এক্সিডেন্ট হতে হতেও হয় নাই। অনেক কিছু হতে পারত তবে বেঁচে যাই আমরা। ফিরে এসে কবিতা প্রকাশ করার পাতা খুলে লেখাটি লিখলাম। )