Sanjay Karmakar


  · 72lSJupsft6 t1noe710wa  ·


বিশ্ব বিভেদ বিরূপ প্রকাশ শোষণ তার ঐ অন্তরালে
কী আর রয় মাটির জীবন মাটির সাথে মিশলে পরে।
তোমরা যারা জাতার কলে মারছো মানুষ রণের পণ
সব পরে রয় এই অবণী রয় কী কিছুই আপন ধন!
আজকে না হয় কাল সে পল; শেষের বায়ু শেষদিনে
আর্ত ধরা রুধির ধারা বইছে কেনই রাত দিনে!!
মানুষ আজি উন্নতির ওই শিখর ছোঁয়া আসমানে
তবুই কী আজ মান আর হুঁশের জ্ঞান আছে কী এইক্ষণে?
অলীক এবং অবান্তরের আকাশ কুসুম ভাবলে ভাই
সব গুলে খাও মানবতার মান গেছে হুঁশ রণেই তাই।
মরছে যারা বোমার ঘায়ে কেউ মা আর বোন কারু
কী দোষ তারা মারছো রণে তোমার মুখে শলার ঝাড়ু।
সর্বনাশা রক্ত নেশায় আজ মেদিনী রক্ত লাল
যেই দিকে চাই বিরূপ প্রকাশ রক্তচোষা হায়না দল।
শান্তি আজি ভ্রান্তি স্বরূপ নাই দিশা তার ঘর ও বা'র
প্রকট আজি প্রবল দ্বেষের এ করে ওর দরবার।
এক পৃথিবী একলা নহে এমন আছে আরও শত
আসছে ধেয়ে দখল নিতে জেনেও কেনই রণেই মাত?
আজ এসেছে ঘর দুয়ারে সন্দেশেতে যাচ্ছি বলে
দশ হাত হও এক সমীপে, এক ধরণীর আকাশ তলে।
ভ্রান্ত যাহা ত্যাগের নীতি দূর ফেলে দাও হিংসা দ্বেষ
শলার ঝাড়ুর ঘা দিয়ে কই- অরির করো অবশেষ।