কোথায় আর পারলাম
শুধু হারলাম জেতার পিছনে ছুটে,
হিংসা ও দ্বেষ-কলুষ ফেলায়ে
ধরণীর দিকে দিকে।


পারি নাই গান
সে গান গাহিতে প্রেম ভালোবাসা প্রীতি,
যেদিকে তাকাই দুন্দুভি পাই-
শুধু রণ আর রণ ভীতি।


কাজী নজরুল বিঁধেছিল হুল
ব্রিটিশ তাহার রাজে,
আজিও সে আঁচ আগুন ঝরায়-
বিম্বিত হয়
হৃদয়ের প্রতি ভাজে ভাজে।


স্বদেশ তাহার স্বদেশিকতার
রক্ত তাহার ঋণ,
শোধিবারে তারে মানবিকতায়
আজি হতে হবে উদ্দিন।


নমি কবি তারে তার কবিতারে
লয়েছি অমোঘ পণ,
দেশ ও দশ-ভাষা তারি তরে
লড়িবারে আমরণ।