Sanjay Karmakar
Top Contributor


  ·   ·
স্মৃতির সরণী বেয়ে কত কথা আসে ধেয়ে মন মদিরায়
কত ব্যথা কত আশা স্বপ্ন ও ভালোবাসা প্রাপ্তির কিনারায়।
কভূ তারা নিভে যায় চরা জাগে মিটে যায়-বন্যায়
আনন্দ বিষাদেতে শত কত আবেগেতে মন ধায়!!


স্মৃতির সরণী বেয়ে কত কথা আসে ধেয়ে মন মদিরায়
কত ব্যথা কত আশা স্বপ্ন ও ভালোবাসা প্রাপ্তির কিনারায়।


বর্ণিল শত তারা বিষাদেতে কত ধরা-উচ্ছাসে ফেনায়িত
দিগন্তে দিনোনাথে পুষ্পিত মনো রথে কত শত আলোকিত।
তমসায় তম ঘোর আজি ঝুলি খুলি ডোর আজি এই লগনেতে
মলিন এ মাটি খানি আমি হেম পাকা গিনি-হাসি আর কান্নাতে।


এ জীবন পারাবারে নাহি কিছু হারাবারে সীমান্ত প'রে তারি
ভ্রমরের গুঞ্জনে উড়ে চলি পাখা মেলে- পারাবারে বহি তরী।


স্মৃতির সরণী বেয়ে কত কথা আসে ধেয়ে মন মদিরায়
কত ব্যথা কত আশা স্বপ্ন ও ভালোবাসা প্রাপ্তির কিনারায়।
কভূ তারা নিভে যায় চরা জাগে মিটে যায়-বন্যায়
আনন্দ বিষাদেতে শত কত আবেগেতে মন ধায়!!