Sanjay Karmakar
ftSa113p4n hs21lh0o321g5rs  ·
"সোনার পাথরবাটি"


মানবতা সেটা কী গো,সোনার পাথরবাটি!
আজ উতলা ধরার ধারায় বাঁকায় চোরায় গতি।
বধ্যভূমে কেউ কি চুমে, হয় কী দাদা নীতি?
মানবতা সেটা কী গো, সোনার পাথরবাটি!
মানুষ মারাই ধর্ম আজি যুদ্ধ নামক খেলা
মানুষ নামের শ্রেষ্ঠ পশু; করে নিত্য দুই বেলা।
মানবতা সেটা কী গো, সোনার পাথরবাটি!
আজ উতলা ধরার ধারায় বাঁকায় চোরায় গতি।


Sanjay Karmakar
t17c5S18uh 4ahu6gr2d5s7  ·
"সম্ভোগে সুখ তাথৈ"


চুম্বনে ভোগ আলিঙ্গনে, সম্ভোগে সুখ তাথৈ
প্রেমের সে দেশ ভাঙ্গলো ডানা পড়তে জলে অথৈ।
নিপুণ আঁখি বাঁকলো ভুরু, শেষ হলো আজ পথ ওই
চুম্বনে ভোগ আলিঙ্গনে, সম্ভোভে সুখ তাথৈ।
ব্যথার বিষে তুফান তোলে হতাশার ওই জলদ বারি
কী দোষ প্রিয়ে কোন সে বলয়; বিদায় নিলে আমায় ছাড়ি!
চুম্বনে ভোগ আলিঙ্গনে, সম্ভোগে সুখ তাথৈ
প্রেমের সে দেশ ভাঙ্গলো ডানা পড়তে জলে অথৈ।