হিংসা দ্বেষ জর্জরিত রতি কামের বন্দনা
সাধের এ মোর বসুন্ধরা এমন কিছু মন্দ না।
উঁচু উঁচু পাহার চূড়া ছুঁইলে পরে মন ভরে
হৃদের পানির নাই তুলনা সকল মানুষ ছুটছে ঘোরে।
দুই পায়ের ঐ জন্তু সবে রবের প্রতি নাই প্রীতি
হৃদ আর নদের বানেই মাতে ইহাই কলি কালের রীতি।
বুঝলে কবি কাব্য কথন বেশ মজে মোর মনের দেশ
কইনু যাহা ছড়িয়ে দিও যা দিনু আজ সন্দেশ।


লেখাটি শ্রদ্ধেয় কবি শরীফ এমদাদ হোসেন মহাশয়ের লেখা কবিতা, "সুখ শান্তির অপার বসুন্ধরা" কবিতায় কমেন্ট দিতে গিয়ে লেখা। লেখাটি প্রিয় কবির প্রতি উৎসর্গ করিলাম।