অবগাহনে তার দূষণে আকাশ ভারি
ভ্রান্ত দিশায় দূর বিদিশায় চলছে তরী।
উন্মীলনে কলুষ তার ঐ পড়ছে ঝরে
এক আকাশের দুখের সাগর বুকের পরে।


সোপান সে তার দূর হারাবার নাই কো আলো
আঁধার তমায় ডুবলো সে গাঙ শুধুই কালো।


শুধুই কালো, শুধুই কালো!!


এক আকাশের দুঃখ বুকে লহর তারি
প্রেম বিহনে এ মন আমার সইতে নারী-


বৈতরণীর ও পার সাগর আঁধার কালো
সেই তো আজি ডাকছে আমায় বাসতে ভালো।


অবগাহনে তার দূষণে আকাশ ভারি
ভ্রান্ত দিশায় দূর বিদিশায় চলছে তরী।
উন্মীলনে কলুষ তার ঐ পড়ছে ঝরে
এক আকাশের দুখের সাগর বুকের পরে।


দুঃখ যেথায় হয় পারাবার পথ এর দিশা
দাঁড় বিহনে পার সে সাগর ভ্রান্ত নেশা!!
ঊর্মিমালা মালায় তার ওই মগ্ন রই
বক্ষ আমার বহ্নি সে এক সইতে রই।


এক পারাবার দুঃখ যেথায় সাগর নীলে
সন্তাপেতে আর বিলাপে জহর গলে।  


বৈতরণীর ও পার সাগর আঁধার কালো
সেই তো আজি ডাকছে আমায়
বাসতে ভালো।