Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · entsSoprod7u14353l1i59ti08f8162108h82uc70f81i8l030huc29c4511  ·


লাখো লাখো কোটি কোটি গরিবের গৃহে চুলা
জ্বলে নাই অনাহারী-আজি প্রাতে এই বেলা।
আহ্নিক গতি কিবা বার্ষিক গতি তারি
সবেতেই এক ই সাজে ধরা রহে অনাহারী।


একই ধরা একই ভূম একই সবে জীব তারা
তারি মাঝে অবয়বে-ঘূর্ণনে বহে চলা।
কেহ হাসে কেহ কাঁদে বেদনায় ম্লান কেহ
গরলেতে বিষময়-জাগতিক মায়া মোহ।


মায়া তারি ছলনাতে স্খলনেতে জীব জাতি
মানবতা দয়া ক্ষমা-ছেড়ে করে বজ্জাতি,
লুটমারি স্বভাবেতে ধন তারি কামনায়
দিবা রাতি তারি প্রীতি করে চলে অন্যায়।


হিংস্র ও ক্রুর মতি পাশবিক পশুবৎ
চারণেতে ভূমি তারি-চালনাতে জীব রথ-
কাম ক্রোধ রিপু আর-লোভ আর লিপ্সাতে
লোহিতের বান বহে-দেশ কিবা প্রবাসেতে।


বিবেকের বলিহারি-অবরোহে মান তার
প্রেম প্রীতি ভালোবাসা-স্থান নাই মমতার।
আশাহত কবি কাঁদে আজি ধরা অবসাদে
স্বামীজী; এসো ফিরে-স্থান লও প্রতি হৃদে।